খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, “যারা ধর্মের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কখনো ধার্মিক হতে পারে না। তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, তারা ধর্মের নামে দেশে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়ে হত্যা করেছে।”
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ‘গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষায় আলেম-ওলামাদের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, “হেফাজত ইসলামের আজ অস্থিত্ব নেই। তাদের সৃষ্টি করেছিলো জামায়াত-বিএনপি। তারা এখন পরগাছা। পরগাছা হিসেবে কেউ ঠিকে থাকতে পারেনি। পেট্রোল বোমা নিক্ষেপ করে যারা মানুষ হত্যা করে তাদের কখনোই মানুষ ভালো বাসতে পারে না।”
আর জঙ্গি সংগঠনগুলোর উপদেষ্টা হলো বিএনপি। এক সময় তাদের খুঁজে পাওয়া যাবে না। জনগণ প্রত্যাখ্যান করেছে’ উল্লেখ করেন তিনি।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের প্রত্যেকের বিচার হবে। তাদের কখনোই ছাড় দেওয়া হবে না।”
পেট্রোল বোমা হামলাকারীদের বিরুদ্ধে বিচার ব্যবস্থায় সকল বিভাগীয় শহরে আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বলেও জানান খাদ্যমন্ত্রী।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান ইসমাইল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ এমপি, প্রমুখ।