হলিউডে পাড়ি দিচ্ছেন রানা দাগ্গুবাতি ?
‘বাহুবলী’-র বল্লালদেবকে নিশ্চয় মনে আছে ! টলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা রানা দাগ্গুবাতি। ‘বাহুবলী’ সিরিজ়ে বল্লালদেবের চরিত্রে রানা ছিলেন অনবদ্য়। দক্ষিণী ছবি ছাড়াও বলিউডের বেশ কিছু ছবিতে দেখা গেছে তাঁকে। তবে শোনা যাচ্ছে, রানা নাকি ছবির জন্য হলিউড পাড়ি দিচ্ছেন !
বেশ কিছু বলিউড ফিল্ম ‘দম মারো দম’, ‘ডিপার্টমেন্ট’ ও ‘বেবি’-তে কাজ করেছেন রানা। তবে জানা যাচ্ছে, হলিউডে ডেবিউ করতে চলেছেন এই তারকা। একাধিক বিনোদন ওয়েবসাইটের খবর অনুযায়ী, হলিউডে একটি ছবির জন্য পরিচালক ও রানার মধ্য়ে কথা চলছে। রানার কাছে হলিউড ছবির জন্য প্রস্তাব এসেছে। যদি সব ঠিক থাকে তবে তিনি ছবিটি সাইনও করতে পারেন।
বর্তমানে রানা প্রভু সোলোমনের পরিচালনায় ‘হাতি মেরে সাথি’ ছবির শুটিংয়ে ব্যস্ত। ছবিটি তিনটি ভাষায় মুক্তি পাবে। একজন মাহুতের ভূমিকায় দেখা যাবে তাঁকে এখানে। ছবির শুটিং মুম্বইতেই হচ্ছে। এছাড়াও বলিউড ফিল্ম ‘হাউসফুল ৪’-এ দেখা যাবে এই অভিনেতাকে।