এ মুহূর্তে কতগুলো উড়োজাহাজ উড়ছে

লেখাটি যখন পড়ছেন, ঠিক তখনকার কথাই বলছে শিরোনামটি এ মুহূর্তে কতগুলো বিমান উড়ছে আকাশে? এই আকাশ শুধু বাংলাদেশেরই নয়, গোটা বিশ্বের।
ছোটবেলায় আগ্রহ নিয়ে উড়োজাহাজ উড়ে যাওয়ার দৃশ্য দেখতেন নিশ্চয়ই? ঘাড় ঘুরিয়ে চোখের আড়াল না হওয়া পর্যন্ত উড়োজাহাজ দেখার কৌতূহল বিশ্বের প্রায় সব শিশুর মধ্যেই রয়েছে। দূর আকাশে মিলিয়ে না যাওয়া পর্যন্ত অনেক শিশু এর পেছনে দৌড়াতেও থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই আগ্রহ বা কৌতূহল অনেকটা উবে যায়। হয়তো হাজার হাজার বিমান উড়ে যাওয়া দেখতে দেখতে এর প্রতি কৌতূহল আর জাগে না। তবে মনের কোণে উঁকি দেয় প্রতিদিন কতগুলো বিমান ওড়ে আকাশে? আর এ মুহূর্তে?
বছরের বিভিন্ন সময়ের ওপর নির্ভর করে ফ্লাইটরাডার ২৪ এক জরিপ চালিয়েছে। প্রতিষ্ঠানটি দেখতে পেয়েছে, বিশ্বের কোথাও না কোথাও বিমান উড়ছেই।

যেমন এখন আট হাজার থেকে ২০ হাজার বিমান আকাশপথে উড়ছে। উষ্ণতার সময়ে অর্থাৎ গ্রীষ্মকালে এ সংখ্যা বেড়ে যায়। পশ্চিম ইউরোপিয়ান সময় অনুযায়ী, উষ্ণতম দিনগুলোয় দুপুর ২টা থেকে বিকাল ৪টায় সংখ্যাটা তুলনামূলক বেশি হয়। উত্তর আমেরিকায় তখন সকাল, ইউরোপে বিকাল কিংবা সন্ধ্যার শুরু। বিশ্লেষকরা জানিয়েছেন, এ দুই মহাদেশ থেকেই বেশি বিমান আকাশপথজুড়ে রয়েছে। সাধারণত আকাশপথের ব্যস্ততম সময় জুলাই থেকে আগস্টে। ওই মাসগুলোর বৃহস্পতি কিংবা শুক্রবার তুলনামূলক বেশি বিমান আকাশপানে উড়াল দেয়।
বড়দিনে আকাশপথ অনেকটা খালি থাকে। এ সময়ের আগে বেশিরভাগ বিমানযাত্রী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছান। রায়ানএয়ার কিংবা এর লিঙ্গুসের মতো উড়োজাহাজ সংস্থাও ২৫ ডিসেম্বরে কোনো অফার দেয় না।
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ পর্যবেক্ষণ ও ডেটা সেবাদানকারী প্রতিষ্ঠান ফ্লাইটআওয়ার আকাশমণ্ডলে উড্ডয়নকারী প্রায় সব বিমানের রেকর্ড রাখে। তারাও ফ্লাইটরাডারের মতো একই তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বের সব দেশের নেভিগেশন ডেটা ব্যবহার করে থাকে। সশস্ত্র বাহিনী, সরকারি ও বেসরকারি সব এজেন্সি থেকে এ তথ্য সংগ্রহ করে। একই সঙ্গে উড়োজাহাজের ট্র্যাক রাখে এমন সব বৈশ্বিক অ্যান্টেনা থেকেও তথ্য নেয়।

প্রসঙ্গত, প্রতি মুহূর্তে প্রায় পাঁচ হাজার বাণিজ্যিক বিমান চলাচল করে যুক্তরাষ্ট্রের আকাশে।
সুইডিশ প্রযুক্তি প্রতিষ্ঠান www.flightradar24.com-এর এ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন এ মুহূর্তে ঠিক কতটি উড়োজাহাজ উড়ছে আকাশে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.