পাকিস্তানের গিলগিত-বাল্টিস্তানের নালটার উপত্যকায় হেলিকপ্টার বিধ্বস্ত করার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গী গোষ্ঠী। তবে তাদের লক্ষ্যবস্তু ছিল দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এমনটা দাবি করেছে তালেবান।
তালেবানের প্রধান মুখপাত্র মুহাম্মদ খোরসানি উর্দু ভাষায় দেয়া এক বিবৃতিতে বলেন, “একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয় যাতে পাইলট এবং অনেক বিদেশি রাষ্ট্রদূত মারা যান।”
হেলিকপ্টারটি যখন বিধ্বস্ত হয় তখন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও অন্য একটি বিমানে ওই এলাকায় দুটি প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছিলেন। তবে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ইসলামাবাদ ফেরত আসেন।
তবে পাকিস্তানের সামরিক বাহিনী এ ঘটনার সাথে সন্ত্রাসী হামলার যোগসূত্র থাকার সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে এবং বলেছে কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার দুপুরে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ইসলামাবাদে নিযুক্ত নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূত, অন্য দুজন রাষ্ট্রদূতের স্ত্রী এবং দুজন পাইলট মারা যান।