৮ হজ এজেন্সির লাইসেন্স বাতিলের নির্দেশ

হালনাগাদ ট্রাভেল লাইসেন্সের কপি না থাকায় ৮ হজ এজেন্সির লাইসেন্স বাতিল করে এসব এজেন্সির সঙ্গে হজ চুক্তি না করতে নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

এসব এজেন্সি হল- নারায়ণগঞ্জের খান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ঢাকা ট্রেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মোহাম্মদপুরের এয়ার টাইমস ইন্টারন্যাশনাল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আনসারি ওভারসিজ, আরাফাহ এয়ার ইন্টারন্যাশনাল, রাজধানীর গুলশান নিকেতনের জান্নাতুল খুলদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, পুরানা পল্টনের সাইদ এভিয়েশন সার্ভিসেস ও দক্ষিণ কেরানীগঞ্জের ইয়ামিন ইয়াদিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ২৪ জানুয়ারি বৈধ হজ এজেন্সির তালিকা (দ্বিতীয় পর্যায়) প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। এতে ২৮৫টি বৈধ হজ এজেন্সির নাম উঠে আসে। কিন্তু হালনাগাদ ট্রাভেল লাইসেন্সের কপি দাখিলে ব্যর্থ হওয়ায় আটটি এজেন্সির নাম তালিকা থেকে বাতিল করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.