নীলফামারীতে নৈশকোচ খাদে পড়ে নিহত ২, আহত ৪৮

img_20150509_090453_79884জেলার সৈয়দপুরে নৈশকোচ উল্টে এক পথচারী শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৮ জন। আহতদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ঠাকুরগাঁও এক্সপ্রেস নামের একটি নৈশকোচ ঠাকুরগাঁও যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছলে অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এসময় পথচারি এক শিশু ও বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সৈয়দপুরে ৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন এসেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.