উন্নায়ন বাজেটের ৪০ শতাংশ কৃষিখাতে বরাদ্দ দিয়ে ক্ষেতমজুরদের বছরে ন্যূনতম ১২০ দিনের কর্মসৃজন প্রকপ্ল চালু, কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা সহ সকল বয়স্ক এবং অসহায় নারীদের মাসিক ৩০০০ টাকা ভাতা চালু করার দাবিতে সমাবেশ করেছে সামাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট-বাসদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লবের সামনে সামাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট-বাসদ (মার্কসবাদী) আয়োজিত এই সমাবেশে সংগঠনেরর পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানানো হয়। সমাবেশে বক্তরা বলেন,বর্তমান আমাদের দেশে প্রায় প্রত্যাক্ষ ও পরোক্ষ ভাবে শতকরা ৮০ ভাগ লোক কৃষি সাথে যুক্ত কিন্তু এই ক্ষেতে বাজেটের বরাদ্ধ এতই সামন্য, যে কৃষি ক্ষেতে যুক্ত বিশার মানুষের তামাশা করা ছাড়া আর কিছু নাই। আর ক্ষেতমজুরদের বছরে ৩ মাস কাজ থাকলে ৯ মাস কাজ থাকেনা যার করণে অধিকংশ দিনমজুরীরা অনাহারে থাকতে হয়।তাই আমরা সামনের বাজেটের ৪০ শতাংশ কৃষিখাতে বরাদ্দ দিয়ে দাবি জানাচ্ছি। ক্ষমতায় টিকে থাকতে, একদল বিনা বিচারে সাধারণ মানুকে হত্যা করছে, অন্য দল ক্ষমতায় আসার জন্য পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করে গোটা দেশে রাজনৈতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।এখানে রাষ্ট্র অনেক সাহয্য সহযোগিতা প্রদান করছে। কিন্ত একারণে কৃষকও দিনমজুরদের ক্ষতিপূরণ দেয়ার কথা একবারেও ভাবা হচ্ছে না। এটা খুবই দু:খজনক। সমাবেশে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি কমরেড শুভ্রাংশু চক্রবত্তী।