সীমান্তে বিএসএফর বোমায় বাংলাদেশি আহত

index 22_79914দিনাজপার : দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ছোড়া বোমায় জাকিরুল ইসলাম (৩৩) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

আহত জাকিরুল ইসলাম উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মাহামুদপুর চৌধূরী পাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে, শনিবার রাত সোয়া ২টায় দিনাজপুরের বিরামপুর সীমান্তের ভাইগড় বিওপির ২৯২/২৯৩ পিলারের কাছে। ভারতীয় ৯৬ ভীমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।

বিরামপুর সীমান্তের ভাইগড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আলফাজ হোসেন জানিয়েছেন, শনিবার রাত সোয়া ২টায় সীমান্তে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। আমরা তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাই। পরে জানতে পারি সীমান্তের ২৯২/২৯৩ পিলারের ভারতীয় ভীমপুর অদূরে বামনা মাঠসংলগ্ন এলাকায় গরু ব্যবসায়ীর ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ককটেল নিক্ষেপ করেছে। এসময় উপজেলার কাটলা ইউনিয়নের মো. জাকিরুল ইসলাম আহত হয়েছেন।

২৯ বিজিবি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল কোরবান আলী জানিয়েছেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে জানার পর সত্যতা যাচাইয়ের জন্য সেখানে আমাদের লোক অনুসন্ধান চালিয়েছে। আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাইনি। তবে একজন আহত হওয়ার বিষয়টি স্থানীয়দের কাছে জেনেছি। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন তথ্য সেই সূত্র থেকেই পেয়েছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.