মাগুরা : আধিপত্য বিস্তার ও স্থানীয় নেতৃত্বের বিরোধ নিয়ে মাগুরায় যুবলীগের দু‘দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে যুবলীগের এক নেতা আহত, ৩টি দোকান, ৪টি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ৪টি বোমা বিস্ফোরিত হয়।
শুক্রবার রাতে মাগুরা সদর হাসপাতালের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি আসাদুজ্জামান জানান, যুবলীগ নেতা শেখ শামিম ও অপর নেতা শাহাবুল ইসলামের সমর্থকদের মাগুরা শহরের ভায়না মোড় বাস ষ্টান্ডে অটোটেম্পু ষ্টান্ড দখল নেয়ার ঘটনা নিয়ে উভয় দলের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিলো। শুক্রবার রাতে যুবদল নেতা শাহাবুল ইসলাম (৩৬) কে মাগুরা সদর হাসপাতাল এলাকায় একা পেয়ে প্রতিপক্ষের সমর্থকরা ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ ঘটনার সংবাদ পেয়ে অপর গ্রুপের সমর্থকরা ঘটনাস্থলে হাজির হলে উভয় দলের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রানা আমির উসমানের পিয়ারলেস নামিয় ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর ও তার আশে পাশের ৩টি দোকান ভাঙচুর করা হয়। যুবলীগ কর্মিরা এসময় একটি প্রাইভেট কার ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এসময় ৪টি বোমা বিস্ফোরিত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। খবর লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি। শহরে উত্তেজনা থাকায় পুলিশ পাহাড়া দিচ্ছে।