ভোলা: বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার সকালে ভোলা কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী একটি অত্যাধুনিক অডিটরিয়াম নির্মাণের ঘোষণা দিয়ে ভোলা সরকারি কলেজের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, বিএনপির হরতাল-অবরোধের কারণে কোমলমতি শিক্ষার্থীরা ঠিকমতো পড়ালেখা ও পরীক্ষা দিতে গিয়ে চরম দুর্ভোগে পড়ে। বিএনপি নেতা খালেদা জিয়ার মায়া-দয়া নেই। পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কলেজ অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার।
এ সময় ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী মাইনুল হোসেন বিপ্লব, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমুখ।