শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে

bhola_2_245141899ভোলা: বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার সকালে ভোলা কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী একটি অত্যাধুনিক অডিটরিয়াম নির্মাণের ঘোষণা দিয়ে ভোলা সরকারি কলেজের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, বিএনপির হরতাল-অবরোধের কারণে কোমলমতি শিক্ষার্থীরা ঠিকমতো পড়ালেখা ও পরীক্ষা দিতে গিয়ে চরম দুর্ভোগে পড়ে। বিএনপি নেতা খালেদা জিয়ার মায়া-দয়া নেই। পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কলেজ অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার।

এ সময় ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী মাইনুল হোসেন বিপ্লব, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.