বাংলাদেশ- ভারত স্থলসীমান্ত চুক্তি ভারতের পার্লামেন্টে পাশ হওয়াকে এক ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মো: নাসিম।
শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে ড: এম এ ওয়াজেদ মিয়া মেমরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বধীনতার পর থেকে বিগত কোন সরকারই মুজিব-ইন্দ্রিরা স্থল চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান কোন সমাধান আনতে পারেনি। এই চুক্তি পাস বর্তমান শেখ হাসিনার সরকারের কূটনৈতিক ও রাজনৈতিক সফলতা হিসেবেই দেখছেন নাসিম।”
তিনি বলেন, “এই চুক্তির মাধ্যমে ভারত-বাংলাদেশের মৈত্রি আরো সূদৃঢ় হবে। একই সাথে ” আমরা আশা করছি, শীঘ্রই তিস্থা চুক্তি সহ প্রকৃয়াধীন ও ন্যায্য সকল চুক্তি বাস্তবায়ন হবে।”
বিএনপি কে দেশের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক হিসেবে উল্লেখ্য করে নাসিম বলেন, “বাংলাদেশ সকল ক্ষেত্রে উন্নতি করছে। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এই উন্নয়ন কে রুখে দিতে সকল প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি। স্বধীনতা বিরোধীদের সাথে নিয়ে এই উন্নয়নকে বাধাগ্রস্থ করার অপচেষ্টা করছে বিএনপি।”
বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নেই উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, “তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। এ জন্যই তারা বিগত সময়ে সাধারন মানুষ হত্যা করেছে। আর এর জবাব সিটি নির্বাচনে হাড়ে হাড়ে টের পেয়েছে। জনগন তাদের ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে।”