চলতি বছরই বন্ধ হচ্ছে গুগল প্লাস

চলতি বছরই বন্ধ হচ্ছে গুগল প্লাস।

এবছরই বন্ধ হচ্ছে গুগলের সামাজিক যোগাযোগমাধ্যম ‘গুগল প্লাস’। আগামী ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে গুগলের এই সেবা।

দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘গুগল প্লাস’ জনপ্রিয় করার চেষ্টা করেছিল প্রতিষ্ঠানটি। তবে তাতে সফল না হয়ে শেষ পর্যন্ত তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
বন্ধ হওয়ার আগে থেকেই গুগল প্লাস ব্যবহারকারীরা ৪ ফেব্রুয়ারি থেকে গুগল প্লাসে আর নতুন কোনো প্রোফাইল, পেজ, কমিউনিটি ও ইভেন্ট তৈরি করতে পারবেন না।

তবে গুগল প্লাস বন্ধ হয়ে গেলেও গুগল ফটোতে ব্যাকআপ হিসেবে রাখা ছবি ও ভিডিও মুছে যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.