অভিনয়ে ফিরলেন সালমান

108684_1_80003অভিনয়ে ফিরেছেন বলিউড অভিনেতা সালমান খান। নিম্ন আদালত পাঁচ বছর কারাদ- দিলেও উচ্চ আদালতে আপিলের রায়ে জামিন পান এ অভিনেতা।

শনিবার থেকেই শুটিংয়ে যোগ দিয়েছেন সালমান। কাশ্মীরে চলছে তার ‘বজরঙ্গী ভাইজান’ ছবির শুটিং। ইতোমধ্যে আদালত ভারতের মধ্যে তাকে অবাধে ঘোরার অনুমতি দেওয়া হয়েছে। তাই শনিবার থেকেই কাশ্মীরে শুটিং শুরু করলেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।

গত বুধবার নিম্ন আদালত সালমানকে পাঁচ বছরের কারাদ- প্রদান করলে তিনি উচ্চ আদালতে আপিল করেন। শুক্রবার উচ্চ আদালত নিম্ন আদালতের এ রায় স্থগিত করেন। একইসঙ্গে সালমানের আপিল মামলার পরবর্তী শুনানি শুরু না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলেও আদেশ দেন আদালত।

এর পরই শুক্রবার বিকেলে সালমান আত্মসমর্পণ করেন এবং ৩০ হাজার রুপি মুচলেকা দিয়ে জামিন পান। জামিন শেষে বাড়ি ফিরে যান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.