রাজধানীতে গারো তরুণীকে ‘ধর্ষণ’

রাজধানীতে গারো তরুণীকে ‘ধর্ষণ’।

রাজধানীর গুলশান থানার কালাচাঁদপুরে এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ওই তরুণীর পরিবারের অভিযোগ থেকে জানা যায়, ইউসুফ নামে এক ব্যক্তি এ ঘটনায় জড়িত। সে একটি বেসরকারি মোবাইল ফোন কম্পানিতে চাকরি করে। পরিচিত এক নারীর মাধ্যমে ইউসুফের বাসায় কাজ নেন ওই তরুণী।

পুলিশ জানায়, ইউসুফ ও তার স্ত্রী চাকরিজীবী। গৃহকর্মী হিসেবে ওই তরুণী গত ২৬ জানুয়ারি ইউসুফের বাসায় কাজ শুরু করেন। গতকাল সকালে স্ত্রী কাজে গেলে ইউসুফ ওই তরুণীকে দুই দফা ধর্ষণ করে। অভিযোগ পেয়ে ইউসুফ নামে ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.