মহেশ বাবুর ৬ কোটির রুপির ভ্যানিটি ভ্যান

মহেশ বাবুর ৬ কোটির রুপির ভ্যানিটি ভ্যান।

ভারতের তেলেগু ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর সময় বেশ রমরমা যাচ্ছে। ‘ভারত’ ছবির সাফল্যর পর নতুন ছবির কাজ শুরু করেছেন। বলিউডে যেমন শাহরুখ-সালমান-আমিররা জনপ্রিয়, দক্ষিণী ছবিতে মহেশ তেমনি। আয়ের দিক থেকে বলিউডের অনেকেই তাঁর পেছনে। ছবিপ্রতি পকেটে রুপি পোরার ক্ষেত্রেও অনেকের চেয়ে এগিয়ে মহেশ বাবু। আর তাঁর ভ্যানিটি ভ্যানের দামও শাহরুখ খানের ভ্যানের চেয়ে বেশি।

টাইমস নাউর খবরে বলা হয়েছে, ‘স্পাইডার’ ছবিতে গড়পড়তা ব্যবসা করায় ‘ভারত’ নিয়ে বেশ আশাবাদী ছিলেন মহেশ। ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। মুক্তির পর ছবিটি ৪০০ কোটি রুপি ব্যবসা করেছে। ছবিতে বিদেশপড়ুয়া মহেশ ছবিতে মুখ্যমন্ত্রী হয়েই রাজ্যর সমস্যা সমাধানে কাজ করতে গিয়ে পড়েছেন বিপদে। কাটিয়ে উঠেছেন। বুঝেছেন কীভাবে সমস্যার সমাধান হবে। এর পরই মহেশের দাম বেড়ে গেছে। মহেশের ব্যাংক অ্যাকাউন্টে আছে ১৩৫ কোটি রুপি। বছরে আয় ৩৫ কোটি রুপি। আর ছবিপ্রতি এখন নিচ্ছেন ২০ কোটি রুপির মতো।
মহেশ বাবু পরবর্তী ছবি নিয়ে ব্যস্ত। এ ছাড়া ক্যাটরিনা কাইফের সঙ্গে একটি ছবি করছেন তিনি। ২০০৫ সালে পেশাদার অভিনেতা হিসেবে বড় পর্দায় অভিষেক মহেশের। তবে শিশুশিল্পী হিসেবে অভিষেক ১৯৭৯ সালে। ৪৩ বছর বয়সী মহেশ অভিনেত্রী নম্রতা শিরোদকরকে নিয়ে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের জুবলি হিলের আলিশান বাংলোতে থাকেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.