মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের প্রায় পাঁচশ’ মানুষ রোববার ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে এসে পৌঁছেছে। ।
নারী, পুরুষ ও শিশু বহনকারী দু’টি পৃথক নৌকার একটিতে ছিল প্রায় ৪৩০ জন এবং অপরটিতে ছিল ৭০ জন, জানান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপ-প্রধান স্টিভ হ্যামিলটন।
তিনি জানান, নৌকা দু’টি নোঙর ফেলেছে দেশটির আচেহ প্রদেশের মান্টাং পুন্টঙে। সেখানে এরই মধ্যে রওনা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কয়েকটি দল।
ইন্দোনেশিয়ায় পৌঁছানো রোহিঙ্গাদের মধ্যে অনেকেরই তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির এক অভিবাসন কর্মকর্তা এবং একজন মানবাধিকার বিষয়ক আইনজীবী।
মিয়ানমারে দীর্ঘ কয়েক দশক ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা।
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়টি গত তিন বছর ধরে প্রায় দিনই বৌদ্ধ দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছে। ফলে মিয়ানমার ছেড়ে অন্য দেশে আশ্রয়ের উদ্দেশ্যে প্রায় প্রতিদিনই বিপুলসংখ্যক রোহিঙ্গা অবৈধভাবে সমুদ্র পাড়ি দিচ্ছেন অভিবাসনের জন্য।
এ পর্যন্ত মিয়ানমার থেকে এক লাখেরও বেশি মানুষ অবৈধ অভিবাসী হিসেবে সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন দেশে গেছেন। ভিয়েতনাম যুদ্ধের পর এই প্রথম এত বিপুলসংখ্যক অভিবাসী অবৈধভাবে সমুদ্র পাড়ি দিচ্ছে।
এক দশকেরও বেশি সময় ধরে রোহিঙ্গা সম্প্রদায়ের অবস্থা পর্যবেক্ষণকারী আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লিউয়া এসব তথ্য জানিয়েছেন। আজ ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে পাঁচশ’ রোহিঙ্গার পৌঁছানোর বিষয়টি তিনিও নিশ্চিত করেছেন।
এদের মধ্যে অনেকেই খাদ্য ও পানীয়র অভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে বলেও তিনি জানান।