ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোতে গ্রীষ্মকালীন ছুটি কমানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর

9ccb2eb835c1bd5626575aee1e8b8ccd-01বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের কারণে দেশের যেসব স্কুলে শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আসন্ন গ্রীষ্মকালীন ছুটি সাত দিন কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ পরামর্শ দেওয়া হয়।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠক করে এ পরামর্শ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে তিনি সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
এ ছাড়াও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো শুক্রবার ও শনিবারও ক্লাস নিতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার দিনেও অতিরিক্ত ক্লাস নিতে পারে।
শিক্ষামন্ত্রী জানান, এ বছরের ৫ জানুয়ারির পর হরতাল-অবরোধের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়ে যে ক্ষতি হয়েছে তা পোষাতে এ পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৪ থেকে ২৮ মে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে।
সরকার পতনের আন্দোলনের দাবিতে ২০১৫ সালের ৬ জানুয়ারি পর থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট টানা অবরোধ ও হরতালের ডাক দেয়। প্রায় তিন মাস ধরে চলা এ আন্দোলনের ফলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঠিকমতো ক্লাস ও পরীক্ষা নিতে পারেনি। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষতি পুষিয়ে নিতেই আজ শিক্ষামন্ত্রী এসব পরামর্শ দিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.