সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সঙ্গে এয়ার সার্ভিস চুক্তি স্বাক্ষরে গভীর আগ্রহ প্রকাশ করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ্এর সঙ্গে রোববার তার সচিবালয়স্থ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সায়িদ বিন হাজার আল শেহি সাক্ষাতকালে তার দেশের এ আগ্রহের কথা ব্যক্ত করেন ।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট স্বাক্ষরে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য রাষ্ট্রদুতকে আশ্বস্ত করেন । তিনি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজারে অধিক সংখ্যক বাংলাদেশী শ্রমিক অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে রাষ্ট্রদূত যথাযথ ভুমিকা গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন ও এভিয়েশন খাতসহ বিভিন্নখাতে বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে । সরকারের বিনিয়োগ বান্ধব নীতির বিদ্যমান সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত অধিক বিনোয়োগ করতে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
আরও খবর