ঢাকা ও চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে দেশীয় বিমান সংস্থা রিজেন্ট এয়ার। এরই অংশ হিসেবে গতকাল রবিবার থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটে সপ্তাহে চার দিন ফ্লাইট চালু করেছে। আগামী ১৫ মে থেকে সপ্তাহে চার দিন চট্টগ্রাম-ব্যাংকক, ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট চালাবে বেসরকারি এই শীর্ষ এয়ারলাইনস। এ ছাড়া আগামী ১৫ জুলাই থেকে ঢাকা-কাঠমাণ্ডু রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট চালুর শিডিউল ঠিক করা হয়েছে। সব রুটেই রিজেন্টের বড় পরিসরের ১২৬ আসনের বোয়িং বিমান যুক্ত করা হবে বলে জানা গেছে।
রিজেন্ট এয়ারের সিনিয়র মার্কেটিং ম্যানেজার সুব্রত কুমার সিনহা বলেন, ‘যাত্রীদের ব্যাপক চাহিদা পূরণে আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট সংখ্যা বাড়ানো হচ্ছে। মধ্যপ্রাচ্যে নতুন রুট চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।’
সুব্রত কুমার সিনহা জানান, ব্যাংকক রুটে চট্টগ্রাম ও ঢাকা থেকে বর্তমানে রিজেন্টের তিনটি ফ্লাইট চলাচল করে। আগামী ১৫ মে হতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ব্যাংকক রুটে চলাচল করবে। বর্তমানে ব্যাংকক রুটে দেশীয় ইউনাইটেড এয়ারলাইনস ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। একইভাবে সিঙ্গাপুর রুটেও তাদের ফ্লাইট বন্ধ। তবে নতুন করে রাষ্ট্রীয় বাংলাদেশ বিমানও ঢাকা-সিঙ্গাপুর রুটে ফ্লাইট চালু করেছে। তাদের ভাড়া আসা-যাওয়া নূ্যনতম ৩৯ হাজার ২৩৬ টাকা। একই রুটে রিজেন্টের সর্বনিম্ন ভাড়া ২৭ হাজার ৭৭৭ টাকা (আসা-যাওয়া)। রিজেন্ট এয়ার কর্তৃপক্ষ জানায়, ঢাকা-ব্যাংকক রুটে সর্বনিম্ন ভাড়া ১৭ হাজার ৪৪৪ টাকা (আসা-যাওয়া)। চট্টগ্রাম-ব্যাংকক রুটে সর্বনিম্ন ভাড়া ১৯ হাজার ৭৭৭ টাকা (আসা-যাওয়া)। তবে ঢাকা-কাঠমাণ্ডুর ভাড়া এখনো নির্ধারিত হয়নি।
২০১৩ সালের ২৬ জুলাই মালয়েশিয়ায় প্রথম আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে দেশের শীর্ষস্থানীয় হাবিব গ্রুপের প্রতিষ্ঠান রিজেন্ট এয়ার।