মাকে চমক দেখালেন সালমান!

প্রত্যেক মা হচ্ছে ভালোবাসার স্বর্গ। সে হোক তারকা বা সামাজের জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তি। মায়ের ভালোবাসা সবার জন্য সমান। বলিউড সুপার স্টার সালমান খান বিভিন্ন সময়ে নানা চমক দেখিয়ে খবরের শিরোনাম হন তিনি।

তবে এবার ব্যতিক্রমধর্মী চমক দেখিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই তারকা। মাকে ভালোবেসে একটি গাড়ি উপহার দিয়েছেন সালমান। সালমানের দেয়া এই উপহার মায়ের কাছে রীতিমত চমক।মায়ের ইচ্ছার কথা জানতে পারে মায়ের জন্য এই গাড়ি উপহার দেন সালমান।

ভারতে মুম্বাই মিরর পত্রিকা জানিয়েছে, এই বলিউড সুপারস্টারের মা কাজের প্রয়োজনে একটি গাড়ি কেনার কথা ভাবছিলেন। এ খবর জানতে পেরে মাকে চমকে দিতে গাড়িটি কিনে ফেলেন সালমান। সকালে মা বাড়ির গ্যারেজে নতুন গাড়ি দেখে চমকে উঠেন। ৫৩ বছর বয়সী এই তারকার আশা, এবার শহর জুড়ে আরামে ঘুরতে পারবেন মা।

সালমানের স্বজনদের মতে, গাড়ি কেনার পরিকল্পনা আগে থেকে বুঝে উঠতে পারেনি সালমানে মা। তবে ছেলের এমন এই উপহারে তিনি বেজায় খুশি।

বলিউড এই সুপারস্টার এখন ‘ভারত’ নিয়ে ব্যস্ত।আলি আব্বাস জাফর পরিচালিত ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.