১২২ হজ এজেন্সির মালিক ও প্রতিনিধিকে প্রশিক্ষণ দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

বেসরকারি ব্যবস্থাপনার হজে গমনেচ্ছুদের নিবন্ধন পদ্ধতি ও কৌশল সম্পর্কে ১২২টি হজ এজেন্সির মালিক-প্রতিনিধিকে প্রশিক্ষণ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।  রোববার তাদের এই প্রশিক্ষণ দেয়া হয়।

রাজধানীর আশকোনায় হজ অফিসে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ২২ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

রোববার প্রশিক্ষণে পাসপোর্ট ইমিগ্রেশন বিষয়ে অধিক গুরত্বারোপ করা হয়। এতে প্রশিক্ষণ হিসেবে দায়িত্ব পালন করেন বিজনেস অটোমেশন লিমিটেডের মো. কবির আল মামুন ও মজনু মিয়া। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন বিজনেস অটোমেশনের পরিচালক মো. বজলুল হক বিশ্বাস।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যদি কোনো এজেন্সির মালিক প্রতিনিধি অনিবার্য কারণবশত নির্ধারিত তারিখে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে না পারেন তবে তিনি পরবর্তীতে কোনো স্লটে খালি আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.