স্পেনের দক্ষিণাঞ্চলের সেভিল বিমানবন্দরের কাছে শনিবার বিকেলে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছে। পরীক্ষামূলক ফাইট চালানোর সময় সামরিক বাহিনীর এয়ারবাস এ৪০০এম বিমানটি বিধ্বস্ত হয়। আন্দালুসিয়ার আঞ্চলিক নগরপাল অ্যান্টোনিও সানজ বলেন, বিমানের ধ্বংসস্তূপের মধ্য থেকে একজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চারজন। এর আগে জরুরি সেবা সংস্থার এক মহিলা মুখপাত্র দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন গুরুতর আহত হওয়ার খবর দিয়েছিলেন। মুখপাত্র আরো জানান, বিমানবন্দর থেকে এক কিলোমিটার দূরে একটি অনাবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব ধরনের বিমান উড্ডয়ন প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়। বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রধানমন্ত্রী মারিয়ানো রাজই ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে নির্বাচনী প্রচারণার সময় দুর্ঘটনার খবর পান। তিনি বলেন, বিমানটিতে আট থেকে ১০ আরোহী ছিলেন।