স্মার্টফোন আরো এক ধাপ স্মার্ট হতে যাচ্ছে। পাওয়ার ব্যাংক বা পোর্টেবল চার্জার নিয়ে ঝক্কি কমবে গ্রাহকের। এবার নিজে থেকেই চার্জ হবে স্মার্টফোন। সম্প্রতি এমনই এক প্রযুক্তি উন্নয়নের দাবি করেছেন মার্কিন এক দল বিজ্ঞানী; যার মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সিকে শক্তিতে রূপান্তর করে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে স্মার্টফোন।
স্মার্টফোনের ব্যবহার মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে। এটি প্রাত্যহিক জীবনের নিত্যপ্রয়োজনীয় অনুষঙ্গের মধ্যে অন্যতম একটি। শুধু একে অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্যই নয়; বরং ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে গান শোনা, ভিডিও দেখা, গেম খেলা, এমনকি ক্যামেরার বিকল্প হিসেবে স্মার্টফোন ব্যবহার করছেন অনেকেই। এক্ষেত্রে অনেক সময়ই বাদ সাধে ডিভাইসে চার্জ থাকা না থাকার বিষয়টি। সঙ্গে নিয়ে ঘুরতে হয় পাওয়ার ব্যাংক অথবা পোর্টেবল চার্জার, যা অনেক ঝামেলার। এক্ষেত্রে বিজ্ঞানীদের উদ্ভাবন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে। নতুন প্রযুক্তিটি একটি মোবাইল কাভারের মতো দেখতে, যা স্মার্টফোনের সিগনাল খুঁজতে খরচ হওয়া ৯০ শতাংশ চার্জ পুনরায় মোবাইল ডিভাইসের ব্যাটারিতে পাঠিয়ে দেয়। ফলে ডিভাইস নিজে থেকেই চার্জ হতে থাকবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক নিকোলা ল্যাবস এবং ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় এক বছরের মধ্যে এ প্রযুক্তি বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। শুধু মোবাইলের ক্ষেত্রেই নয়; পরিধেয় প্রযুক্তি পণ্য, এমবেডেড সেন্সর এবং চিকিত্সাসংশ্লিষ্ট ডিভাইস চার্জ করা সম্ভব হবে। বিশেষ করে যেসব ডিভাইসে খুব বেশি বিদ্যুত্ শক্তির প্রয়োজন হয় না।