লরেন্সের মূল্য ১২৮ কোটি টাকাপুরুষদের তুলনায় কোনো অংশে কম নয় হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। মারামারিতে পুরুষদেরও টেক্কা দিতে পারেন তিনি। আর ২০১৪ সালে ‘আমেরিকান হোস্টেল’ ছবিতে তিনি এবং তার সহশিল্পী এমি অ্যাডাম মিলে এটি প্রমাণ করে দিয়েছেন। সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, হলিউডের এই অভিনেত্রী তার নতুন ড্রামা ‘পেসেনজার’-এর জন্য ২০ মিলিয়ন ডলার দাবি করেছেন। টাকার অঙ্কে যার পরিমাণ ১২৮ কোটি। এতে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা ক্রিস প্র্যাট। ওই প্রতিবেদনে আরও জানা যায়, ২৪ বছর বয়সি এই অভিনেত্রী ওয়াদা করেছেন যদি প্রোডাকশন হাউস ওই টাকা দিতে ব্যর্থ হয় তাহলে তিনি আর কাজটি করবেন না।