বাবাকে নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট!

বাবাকে নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট!

শিল্পীর সুরে ঝংকারিত, ‘কাটেনা সময় যখন আর কিছুতে… মনে হয় বাবার মত কেউ বলেনা আয় খুকু আয়’ গানের কলিগুলোতে কেবল বাবার ভালোবাসাই চিত্রিত হয়েছে। মানুষ বয়সে কিংবা আকৃতিতে যত বড়ই হোক বাবার কাছে সে সেই ছোট্ট শিশুটি।

সাধারণত মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে বলে বাবা-মেয়ের বন্ধুত্ব দৃঢ় হয় একথা যুক্তির বিচারে টেকানো দায় হলেও বাস্তবতা অস্বীকার করার নয়। তবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও তারা বাবা মহেশ ভাটের সম্পর্ক আর পাঁচ জন বাবা-মেয়ের মতো নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা মহেশ ভাটের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন আলিয়া ভাট। তিনি বলেন, “আমি আমার বাবাকে কখনো মিস করিনা, কারণ, উনি আমাদের সঙ্গে সেভাবে কখনোই থাকেননি। তাই ওনার অনুপস্থিতি আলাদা করে কখনোই বুঝিনি। তবে বেশ কয়েকবছর আগে উনি ঠিক করলেন, যে উনি আমাদের সঙ্গে সময় কাটাবেন। তারপর থেকেই ওনার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। ওনার সঙ্গে একটা সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। আমি বলিউডে পা রাখার পর ওনার গুরুত্বটা আলাদা করে বুঝতে পারি। এটা কতটা কঠিন একটা কাজ।”
প্রসঙ্গত, ছেলেবেলা থেকে বাবা মহেশ ভাটের থেকে মা সোনি রাজদানকে কাছে পেয়েছেন আলিয়া। অভিনেত্রী মা সোনিই একাহাতে মেয়েকে বড় করে তুলেছেন। তাই আলিয়ার কথায়, তিনি মাকে ছাড়া কিছুই ভাবতে পারেননা। তার মা যেন তার সঙ্গেই বেড়ে উঠেছেন।

মেয়ে আলিয়াকে নিয়ে মা সোনি রাজদান বলেন, “আলিয়া ছোট থেকে খুব বাধ্য মেয়ে ছিল। ও শুধু জামাকাপড় পরার বিষয়ে খুব ব্যস্ত থাকত। আমি ওকে ওর পছন্দ মতো পোশাক পরতে দিতাম।”

বেশ কিছুদিন আগে বাবা মহেশ ভাট প্রসঙ্গে হিন্দুস্থান টাইমসকে সাক্ষাৎকার দেওয়ার সময়ও মহেশ ভাটকে নিয়ে মুখ খুলেছিলেন আলিয়া। জানিয়েছিলেন, “বাবা কোনো দিনই তার জন্য কড়া বাবা ছিলেন না। তিনি (মহেশ ভাট) সব সময়ই বলতেন যে ভুল করো, ক্লাসে ফেলও করো। আর ভূল থেকেই শিক্ষা নিয়ে নিজের মতো করে শিখবে। আমরা মানুষ হিসেবে কেমন হবো, সেটাই বাবার কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।”

আলিয়া আরো বলে, “বাবা আমায় কখনো কোনো কিছুতেই না বলেননি। আমি ওনার কাছে যেটাই চেয়েছি, উনি সেটাই দিয়েছেন”।

প্রসঙ্গত, খুব শীঘ্রই বাবা মহেশ ভাটের ছবি সড়ক-২ ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া ভাট। পাশপাশি সাম্প্রতিক কালে মুক্তি প্রাপ্ত ছবি ‘গাল্লি বয়’-এ আলিয়ার অভিনয় দেখে সকলেই প্রশংসায় পঞ্চমুখ। সূত্র: জি-নিউজ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.