বৃহস্পতিবার থেকে ল্যাপটপ মেলা

laptop-fair--600আগামী ১৪ মে বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা। এবারের স্লোগান হচ্ছে ‘সবার জন্য ল্যাপটপ’।

সোমবার বিআইসিসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এই মেলার আয়োজক এক্সপো মেকার। মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী, মেলার কো-অর্ডিনেটর আল আমিন দেওয়ানসহ এসার, ডেল ও এইচপির প্রতিনিধিরা।

২০০৮ সাল থেকে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এতে তরুণ, শিক্ষার্থীসহ সকলের আগ্রহ থাকে চোখে পড়ার মতো।

এবারের মেলায় থাকছে- অ্যাপল, এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, মিইজু, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিসি, এইচটিএস, মাইসেল, জেটকাইট, জিওনির মতো বিশ্ববিখ্যাত প্রযুক্তি পণ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এ ছাড়াও মেলায় স্মার্ট টেকনোলজিস, গ্লোবাল ব্র্যান্ড, কম্পিউটার সোর্স, ফ্লোরা, লেনোভো, আরএনটেক, এইচটিএস, মাইসেল, গ্যাজেট গ্যাং সেভেন, এমজে টাইমসটেক, ডিএক্স জেনারেশন, এইচপিএস ও গ্যাজেট গ্যালারির পণ্য পাওয়া যাবে।

মেলায় ৫০টি স্টল, ৭টি মিনি প্যাভিলিয়ন ও ৩টি প্যাভিলিয়ন থাকবে। মেলায় গেমিং জোন করছে গিগাবাইট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.