ছাত্র ইউনিয়নের ডাকা ধর্মঘটে ছাত্রদলের সমর্থন

index 9_80034ঢাকা : ছাত্র ইউনিয়নের ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি তান্ডবের প্রতিবাদে মঙ্গলবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়নের ডাকা ছাত্র ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি জানান।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ সমর্থন ব্যক্ত করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবি-দাওয়ার প্রতি অকুন্ঠ চিত্তে সমর্থন ব্যক্ত করেছে। এছাড়াও স্বৈরাচারের কবল থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।

তারা বলেন, রোববার ছাত্র ইউনিয়ন যৌক্তিক দাবির প্রেক্ষিতে ডিএমপি অফিস ঘেরাও করতে গেলে পুলিশ তাদের ওপর যে তান্ডব ও নির্বিচারে লাঠিচার্জ করে তা ছাত্র সমাজকে বিস্মিত করেছে।

পুলিশের এহন ঘৃণ্য আচরনের প্রতিবাদে মঙ্গলবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ডাকা যৌক্তিক ছাত্র ধর্মঘটে ছাত্রদলের পূর্ণ সমর্থন রয়েছে।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সহাবস্থান নিশ্চিত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রী বোনদের যৌন হয়রানির প্রতিবাদে ছাত্রদল সবসময়ই সোচ্চার ভুমিকা পালন করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.