মানবপাচারকারীদের কোনো ছাড় দেওয়া হবে না : আইজিপি

1428062577_79973বরিশাল : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘অবৈধ মানবপাচারকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। অভিযানে এরই মধ্যে কক্সবাজারে তিন পাচারকারী নিহত হয়েছে। খুব শিগগির মানবপাচার রোধ করা সম্ভব হবে।’

শনিবার বরিশাল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ কল্যাণ সমিতির সঙ্গে এক মতবিনিময় শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, ভারত ও থাইল্যান্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমন্বিত চেষ্ঠায় মানবপাচার রোধ করা হবে।’

এ সময় অন্যদের মধ্যে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, জেলা পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শোয়েব আহম্মদ, জিল্লুর রহমান, গোলাম রউফ খানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.