হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ২ কেজি ২৭৫ গ্রাম স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় আবদুল জলিল নামে এক যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। কর্মকর্তারা জানান, পাচারের উদ্দেশে গাড়ির যন্ত্রাংশে ভরে এ স্বর্ণবার বহন করেন ওই যাত্রী। জব্দ স্বর্ণবারের মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।
জানা গেছে, গতকাল সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন আবদুল জলিল। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, গতকাল মালয়েশিয়া থেকে ছেড়ে আসা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সোয়া ৭টার দিকে বিমানবন্দরে অবতরণ করেন আবদুল জলিল। এ সময় বিমানবন্দরে কোনো প্রকার ঘোষণা ছাড়াই লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করেন তিনি। তার গতিবিধি সন্দেহ হওয়ায় কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় তার সঙ্গে থাকা একটি গাড়ির যন্ত্রাংশ তল্লাশি করে তা থেকে ২ কেজি ২৭৫ গ্রাম স্বর্ণবার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সোহেল রহমান জানান, জলিলের লাগেজ তল্লাশি করার সময় তাতে বস্তুসদৃশ কিছু একটা ধরা পড়ে। এর পর তার লাগেজ তল্লাশি করে লুকিয়ে রাখা প্রতিটি এক কেজি ওজনের দুটি স্বর্ণবার ও কয়েক টুকরো স্বর্ণ জব্দ করা হয়। যার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা। তিনি জানান, পাচারের উদ্দেশে এই স্বর্ণগুলো আনা হয়েছে।
আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণপাচার আইনে একটি মামলা করা হয়েছে।
আরও খবর