কাতার এয়ারওয়েজের নতুন অফার

qatar_bgবাংলাদেশে যাত্রীদের জন্য ‘ডাবল দ্য লাক্সারি’ অফার নিয়ে এল কাতার এয়ারওয়েজ। এর আওতায় যাত্রীরা বিজনেস ক্লাস কিংবা ফার্স্ট ক্লাসের (বিজনেস ক্লাস না থাকলে) একটি টিকিট কিনলে শুধু ট্যাক্স ও সারচার্জ পরিশোধ করে আরেকটি সৌজন্য টিকিট পাবেন। অফারটি চলবে ১১ থেকে ১৭ মে পর্যন্ত। যাত্রীরা চলতি বছরের ১৫ মে থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণের জন্য অফারের আওতায় টিকিট সংগ্রহ করতে পারবেন।

কাতার এয়ারওয়েজের যাত্রীরা অনলাইনে য়ধঃধত্ধরিধুং.পড়স/মষড়নধষংধষব থেকে অথবা প্রতিষ্ঠানটির বিক্রয় কার্যালয় কিংবা সংশ্লিষ্ট ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে টিকিট সংগ্রহ করলে এ সুবিধা পাবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.