পঞ্চগড়ের ছিটমহলগুলোতে নতুন ঘরবাড়ি নির্মাণের ধুম পড়েছে ভারতীয় সংসদে স্থল সীমান্ত চুক্তি পাশ হওয়ার পর থেকেই।
জানা যায়, বেশ কয়েকটি গ্রামে গত তিন দিনে ৩৬ ছিটমহলে অন্তত শতাধিক পরিবার নতুন করে বাড়ি করেছেন।
বাসের খুটি আর টিনের চালা দিয়ে তৈরি করা হচ্ছে এসব বাড়ি।
এর আগে, “ছিটমহলের অনেক পরিবারই বাংলাদেশের বিভিন্ন গ্রামে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল নিরাপত্তার অভাবে। ছিটমহলগুলো এখন বাংলাদেশ হয়েছে শুনে তারা এখন আবার ফিরে আসছে ছিটমহলে।
এমনই একজন গারাতি ছিটমহলের নুর মোহাম্মদ জানান, নিরাপত্তার অভাবে ছিটমহলে জমিজায়গা রেখে পরের বাড়িতে ছিলাম। এখন আমি বাংলাদেশি। আর কোন ভয় নেই। তাই পুরান ভিটায় আবার বাড়ি করছি।
গত চারবছর আগে গারাতী ছিটমহলে একটি ডাকাতি ও খুনের ঘটনায় বাংলাদেশি ও ছিটমহল বাসীদের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। সেসময় ছিটমহলের প্রায় ১১০টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়।