চাঁদপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি লঞ্চ দুই সহস্রাধিক যাত্রী নিয়ে মেঘনার চরে আটকা পড়েছে।
শনিবার রাতে লঞ্চটি চাঁদপুর মেঘনা নদীর ডুবোচরে ‘বোগদাদীয়া-৯’ লঞ্চটি আটকা পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসন বিকল্প ‘ইমাম হাসান-৫’ নামে আরেকটি লঞ্চে ওই যাত্রীদের ঢাকায় পাঠায়।
চাঁদপুর নৌ টার্মিনালের ওসি রেজাউল করিম জানান, ‘বোগদাদীয়া-৯’ লঞ্চটি চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সন্ধ্যা ৭টায়। পরে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর এলাকার মেঘনার ডুবোচরে লঞ্চটি আটকা পড়ে।
রাতেই বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষকে বিষয়টি জানালে চাঁদপুর থেকে বিকল্প ‘ইমাম হাসান-৫’ নামে আরেকটি লঞ্চ পাঠায় তারা। ওই লঞ্চেই যাত্রীরা ঢাকার উদ্দেশে রওনা দেন।
এদিকে আটকেপড়া লঞ্চের যাত্রীদের অভিযোগ, লঞ্চটি অদক্ষ চালক দিয়ে চালানোর কারণেই তাদের এই দুর্ভোগ। লঞ্চের প্রকৃত চালক না থাকায় এমনটি হয়েছে।
লঞ্চের চাঁদপুর ঘাটের সুপারভাইজার আলী আজগর জানান, লঞ্চটিতে দুজন চালক ছিলেন। একজনের সমস্যা হলে আরেকজন চালানোর কথা।
চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারও ত্রুটি ধরা পড়লে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।