বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়ন, বিমান নিরাপত্তা ও বিমান পরিবহন খাতের সনদ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করতে আগ্রহী কানাডা।আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীর সাথে কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফনটেইন এর নেতৃত্বে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন এর একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ কালে একথা জানানো হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান।এই সম্পর্ক সময়ের সাথে সাথে আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মুহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস পল মারকট, আঞ্চলিক পরিচালক (এশিয়া) ইয়োভনি চিন সহ দুই পক্ষের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।