পর্দায় রণবীর সিং-আনুশকা শর্মার রোমান্স এই প্রথম নয়। তার পরও ‘দিল ধাড়কানে দো’ সিনেমার সদ্য প্রকাশিত গানের শিরোনাম ‘পেহলি বার’। এতে পুরোপুরি ‘ব্যান্ড বাজা বারাত’-এর রসায়নে পাওয়া গেল সাবেক প্রেমিক জুটিকে।
একটি বিলাসবহুল ক্রুজারে আবর্তিত হয়েছে ‘দিল ধাড়কানে দো’ সিনেমার কাহিনী। এ রোমান্টিক গানটিও চিত্রায়িত হয়েছে সেখানে। গানটির সঙ্গীতায়োজন করেছেন শংকর-এহসান-লয়, গেয়েছেন সুকৃতি কাক্কর ও সিদ্ধার্থ মহাদেবন। লিরিক লিখেছেন জাভেদ আখতার।
এ সিনেমায় রণবীরের চরিত্রের নাম কবির মেহরা, যাকে বাবা-মা জোর করে নিজেদের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চান। কিন্তু জাহাজ ভ্রমণে এসে প্রেমে পড়ে যান ফারাহর (আনুশকা)। নতুন গানটিতে প্রেমিক জুটিকে খুনসুটি করতে দেখা যায়। সঙ্গে রয়েছে রণবীরের চিরাচরিত কমেডি।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- অনীল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রাহুল বোস ও শেফালী শাহ।
জয়া আখতার পরিচালিত ‘দিল ধাড়কানে দো’ মুক্তি পাবে ৫ জুন।