এয়ার সিশেলস্ এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে ইউএই নাগরিকের যোগদানকে স্বাগত জানাল ইতিহাদ এয়ারওয়েজ

Etihad - Air Seychelles CFO - PHOTOএয়ার সিশেলস্ এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে ইউএই নাগরিকের যোগদানকে স্বাগত জানাল ইতিহাদ এয়ারওয়েজ

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমানসংস্থা ইতিহাদ এয়ারওয়েজ এর ফিন্যান্স টিমের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার এয়ার সিশেলস্ এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে ইউএই জাতীয়তার কর্মকর্তারদেরকে বিশ্বমানের ক্যারিয়ার তৈরির সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিকে আরো জোরদার করল এয়ারলাইনটি।

ইউএই-এর হায়ার কলেজেস অব টেকনোলজি (এইচসিটি) থেকে ব্যবসায় প্রশাসন ও ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এ ¯œাতক সম্পন্ন করা আব্দুল মোহসিন আল সায়েঘ ইতিহাদ এয়ারওয়েজ এর হয়ে ইউএই-সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন।

৩৪ বছর বয়স্ক আমিরাতী এই নাগরিক ২০০৮ সালে ইতিহাদ এয়ারওয়েজের সিনিয়র ফিন্যান্সিয়াল কন্ট্রোলার হিসেবে যোগদান করেন এবং তিন বছর পর অস্ট্রেলিয়ার সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার হিসেবে পদন্নতি পেয়ে সিডনি গমন করেন। এ বছরই তিনি তার অবদানের স্বীকৃতিস্বরূপ ইতিহাদ এয়ারওয়েজ এর অ্যানুয়াল এমপ্লোয়ি অ্যাওয়ার্ডস-এ সেরা আমিরাতী ফ্যাইন্যান্স কর্মকর্তা হিসেবে পুরস্কার অর্জন করেন।

২০১৩ সালে আল সায়েঘ বার্লিনে এয়ারলাইনের আঞ্চলিক কার্যালয়ে এরিয়া ফ্যাইন্যান্স ম্যানেজার হিসেবে যোগদান করেন, সেখানে তিনি আয়ারল্যান্ড, বেলজিয়াম, টার্কি ও সাইপ্রাসের কার্যক্রম পরিচালনা করেন, একই সাথে তিনি ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে ইউরোপে ইউএই-এর দূতাবাসের ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টসও পরিচালনা করেন।

ইতিহাদ এয়ারওয়েজ’র চিফ পিপল অ্যান্ড পারফর্মেন্স অফিসার রে গ্যামেল বলেন “ভবিষ্যত ব্যবসায়িক নেতৃত্বের জন্য মেধাবী, উচ্চাকাক্সক্ষী ও পরিশ্রমী আমিরাতী নাগরিক গড়ে তোলার সুনাম রয়েছে ইতিহাদ এয়ারওয়েজ এর। গত সাত বছরে ইতিহাদ এয়ারওয়েজে তার কর্মজীবনের দ্রুত উন্নতির জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা এও জানি যে, আমাদের অংশীদার এয়ারলাইন এয়ার সিশেলস্ এর চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে সে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”

আব্দুল মোহসিন আল সায়েঘ বলেন, “ইউএই নাগরিকদের জন্য ইতিহাদ এয়ারওয়েজে কাজ করা অত্যন্ত আনন্দের একটি বিষয়, বিগত কয়েক বছরে শুধু দেশে নয় বিদেশেও আমার কর্মজীবন গড়ে তোলার যে সুযোগ এয়ারলাইনটি করে দিয়েছে সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এমন একটি গতিশীল পরিবেশে কাজ করার অভিজ্ঞতা এয়ার সিশেলস্ এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে এর আগামী দিনের উন্নয়নে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

আল সায়েঘ এয়ার সিশেলস্ এর বর্তমান চিফ ফিন্যান্সিয়াল অফিসার তারা মারফি এর স্থলাভিষিক্ত হন, যিনি ইতিহাদ এয়ারওয়েজ’র একটি ঊর্ধ্বতন পদে যোগদান করতে আবুধাবীতে ফিরে আসছেন

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.