প্রতারণার অভিযোগে অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী নাইজেরিয়ার চার নাগরিককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে রাজধানীর গুলশান ও উত্তরা থেকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ এ চক্রটি অবৈধভাবে বাংলাদেশে এসেছে। তারা বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণা করছিলো। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে একই সময় র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করেছে। আটকরা গাড়ির কাগজপত্র করে দেয়ার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আটকদের র্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে।