বাজারে ভিভো ভি১৫ প্রো

বাজারে ভিভো ভি১৫ প্রো।

দেশের বাজারে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি১৫ প্রো আনছে ভিভো। স্মার্টফোনটিতে রয়েছে অত্যাধুনিক এআই প্রযুক্তিসহ এলিভেটিং ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়া আকর্ষণীয় ফুল স্ক্রিন ও ইন্টেলিজেন্ট পারসোনাল অ্যাসিস্ট্যান্টের সমন্বয় রয়েছে এতে। ফোনটির জন্য আগাম ফরমাশ নিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। ৪ মার্চ পর্যন্ত আগাম ফরমাশ নেবে ভিভো। বাংলাদেশে কোরাল রেড ও টপেজ ব্লু রঙে পাওয়া যাবে এটি। এর দাম হবে ৩৯ হাজার ৯৯০ টাকা।

ভিভো কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রেজল্যুশন ১০৮০ বাই ২৩১৬ পিক্সেল। অ্যান্ড্রয়েড ফানটাচ ওএস ৯.০ চালিত স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল-ইঞ্জিন ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ ৩ হাজার ৭০০ এমএএইচ ব্যাটারি। এর সামনে ৩২ এমপি ক্যামেরা রয়েছে। ভি১৫ প্রোতে রয়েছে অত্যাধুনিক এআই ট্রিপল ক্যামেরা। হ্যান্ডসেটটিতে ৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ এআই অক্টো-কোর চিপসেট রয়েছে। এতে রয়েছে ৫ম প্রজন্মের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, হ্যান্ডসেটশিল্পের নতুন সংযোজন বেজেলবিহীন ডিসপ্লের জন্য এলিভেটিং ফ্রন্ট ক্যামেরাই শুধু নয়, উচ্চমানের ক্যামেরা এবং মোবাইল ফোনশিল্পকে নতুন মাত্রায় পৌঁছে দেওয়া স্মার্ট এআই। সব স্তরের গ্রাহকের হাতে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ হ্যান্ডসেট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ভি১৫ প্রো আনা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.