আমি অর্জুনকে পছন্দ করি: মালাইকা অরোরা

আমি অর্জুনকে পছন্দ করি: মালাইকা অরোরা।

এবার মুখেই বললেন, ‘আমি অর্জুন পছন্দ করি’। আর কথক হচ্ছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা।
অবশেষে অর্জুন কাপুরকে নিয়ে মুখ খুললেন আইটেম গার্ল-খ্যাত এই তারকা। কথার সূত্রপাত ‘কফি উইথ করণ’ শো।
কিরণ খের, মালাইকা অরোরা, ভির দাস, মালাইকা দুয়াকে নিয়ে তৈরি করা হয়েছেন ‘কফি উইথ করণ’-এর নতুন পর্ব। যেখানে দেওয়া হবে ‘কফি পুরস্কার’। আর এটি নিয়ে তৈরি করা হয়েছে অনুষ্ঠানটির প্রোমো। সেখানেই করণ জোহরের প্রশ্নের জবাবে মালাইকা বলেন কথাটি।

প্রেম ও বিতর্ক সব সময়ই পাশ কাটিয়ে গেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। নানা কথা চাউর হলেও নিজেদের প্রেম নিয়ে ‌‘টুঁ-শব্দটিও করেননি তারা। প্রেমের বিষয়টি পোক্ত হয়েছিল গত বছর তাদের একটি সিদ্ধান্তে।
৪৫ বছর বয়সী মালাইকা ও ৩৩ বছরের অর্জুন অ্যাপার্টমেন্ট কেনেন। মুম্বাইয়ের লক্ষান্ডওয়ালা এলাকায় এটি কিনেছেন তারা। এরপরই তাদের প্রেমের বিষয়টি সবার সামনে স্পষ্ট হয়।
২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে মালাইকার ছাড়াছাড়ি হয়। বিচ্ছেদের পরপরই অর্জুনের সঙ্গে এই তারকার সম্পর্কের গুঞ্জন চলে আসে খবরের শিরোনামে। অর্জুন কাপুর পরিবারের সন্তান। তাদের বয়সের পার্থক্যের কারণে তাদের প্রেমের বিষয়টি বলিউডে বেশ আলোচনা হয়। এছাড়া তাদের কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.