বাজারে ৬,৯৯৯ টাকা মূল্যের স্মার্টফোন রেডমি গো

বাজারে ৬,৯৯৯ টাকা মূল্যের স্মার্টফোন রেডমি গো।

শাওমি বাংলাদেশের বাজারে ‘রেডমি গো’ নামে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। প্রয়োজনীয় নানা সফটওয়্যার এবং কার্যক্ষম হার্ডওয়্যারসম্পন্ন রেডমি গো পাওয়া যাবে ছয় হাজার ৯৯৯ টাকায়।
৮ জিবি ইন্টারনাল স্টোরেজের রেডমি দুটি রঙে (গো ব্ল্যাক ও ব্লু) পাওয়া যাবে। আগামী ৩ মার্চ বেলা ১১টা থেকে দারাজের ফ্ল্যাশ সেল-এ রেডমি গো (১ জিবি র‍্যাম+৮ জিবি রম) পাওয়া যাবে বিশেষ মূল্যে (পাঁচ হাজার ৯৯৯ টাকায়)।
রেডমি গো স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি ৭২০পিএইচডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর এবং তিন হাজার এমএএইচ ব্যাটারি।
স্মার্টফোনটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশলাইটসম্পন্ন ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, দুটি সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট, যেটিতে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফোরজি সুবিধার রেডমি গো ভোল্টিই সুবিধা রয়েছে।
রেডমি গো স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো এডিশন) অপারেটিং সিস্টেম। স্টোরেজ ও ডাটা ব্যবহার কমাতে এতে রয়েছে রিইমাজিন্ড গুগল অ্যাপস।
নতুন এই স্মার্টফোনটির বিষয়ে শাওমির ভারতীয় উপমহাদেশের হেড অব ওভারসিজ এক্সপানশন সংকেত আগারওয়াল বলেন, ‘গত বছর বাংলাদেশে আসার পর থেকে গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে শাওমি। মি ফ্যানদের এই সমর্থনের জন্য আমরা সত্যিই গর্বিত। আমরা আশা করি, বাজারে রেডমি গো আসার মাধ্যমে আরও বেশি গ্রাহক অবিশ্বাস্য মূল্যে অসাধারণ একটি ফোরজি স্মার্টফোন উপভোগ করতে পারবেন। প্রত্যেকের জন্য উদ্ভাবনী পণ্য নিয়ে আসার আমাদের যে প্রতিশ্রুতি, এটি তারই একটি অংশ।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.