‘কাশ্মীর বিষয়ে পাক সমালোচকরা উটপাখি’

‘কাশ্মীর বিষয়ে পাক সমালোচকরা উটপাখি’

পুলওয়ামার জঙ্গি হামলা ঘটনায় পাক-ভারত সীমান্তে চলছে চরম উত্তেজনা। হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত কাশ্মীর সীমান্ত।
এরইমধ্যে গত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বিমান বাহিনীর বোমা বর্ষণ করার ঘটনা ঘটে।
এ হামলায় কাশ্মীরের ২০০-৩০০ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করে ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস।
ভারতীয় বিমানমাবাহিনীর এমন অভিযানের প্রশংসা করেছেন বলি সেলিব্রেটিরা।
অমিতাভ বচ্চন, অভিষেক, সোনি রাজদান, সালমান খান, ভিকি কৌশল, সোনম কাপুর, প্রীতি জিন্তা, ইয়ামি গৌতম থেকে শুরু করে অনেক বলি তারকা টুইট করে ভারতীয় বিমানবাহিনীকে স্যালুট জানিয়েছেন।
এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের নাগরিকত্ব নেয়া পাকিস্তানি গায়ক আদনান সামি।
বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর ওই হামলায় ভারতকে সমর্থন করেছেন পাকিস্তানি বংশোদ্ভুত এই গায়ক।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে আদনান সামি লেখেন, ‘ভারতীয় বাহিনী আপনার সঙ্গে আছে। #সন্ত্রাসবাদ বন্ধ কর #জয়হিন্দ।’
ওই টুইটের পর পাকিস্তানে বেশ সমালেচিত হন আদনান। তাকে ট্রোল করতে শুরু করেন পাকিস্তানিরা।
অনেকেই তাকে মনে করিয়ে দেন যে, তার বাবাও পাকিস্তান সেনবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।
উমর নামের এক পাকিস্তান নাগরিক লেখেন, ‘আপনি কী ভুলে গেছেন যে, আপনার বাবা পাক বিমানবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন! তিনি ১৯৬৫ সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। সে যুদ্ধে বীরত্বের জন্য পাক সরকার তাকে সিতারা-ই-জুরাত পদকে ভূষিত করে।’
ওই টুইটের পাল্টা জবাব দিতে ভোলেননি আদনান সামি। তিনি রিটুইটে পাক সমালোচকদের মানসিকতাকে উটপাখির মতো মানসিকতা বলে কড়া সমালোচনা করেন।
রিটুইটে তিনি লেখেন, ‘এটা অহংকার দেখানোর সময় নয়। এখন সময় সন্ত্রাসীদের দমন করার। বাস্তবতার দিকে না তাকিয়ে আপনাদের উটপাখির মতো দৃষ্টিভঙ্গি হাস্যকর। খেয়াল করে দেখুন এসব সন্ত্রাসীরা আপনাদেরও শত্রু।’
প্রসঙ্গত, পাক বংশোদ্ভুত আদনান সামি বলিউডের বেশ জনপ্রিয় একজন গায়ক। ২০১৬ সালে তিনি ভারতীয় নাগরিকত্ব লাভ করে বর্তমানে মুম্বাইয়ে বসবাস করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.