অস্কারজয়ী প্রযোজকের সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া।
বলিউড জয় করে অনেক আগেই হলিউডে পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। একে একে তিনটি হলিউড সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি। অভিনয় করেছেন সেখানকার টিভি সিরিয়ালেও। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েও হয়েছেন আলোচিত। সব মিলে হলিউডের আঙিনায় প্রিয়াঙ্কার উপস্থিতি এখন নিয়মিত।
এদিকে নতুন একটি হলিউড সিনেমায় যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা। এটি প্রযোজনা করবেন অস্কারজয়ী ভারতীয় প্রযোজক গুনিত মোঙ্গার। সদ্য শেষ হওয়া ৯১তম অস্কারে তার ‘পিরিয়ড, অ্যান্ড অব সেন্টেন্স’ সেরা ডকুফিল্মের পুরস্কার জিতেছে। যেটা কিনা ভারতের জন্য একটি ইতিহাস রচনা করলো।
জানা গেছে, এই সিনেমায় আধ্যাত্মিক সাধক ওশোর শিষ্য’র ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা। তবে সিনেমাটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি।