একবার চার্জে ৭দিন!

একবার চার্জে ৭দিন!

৩০০০এমএএইচ ও ৫০০০এমএএইচ ব্যাটারির স্মার্টফোন যেখানে বাজার দাপিয়ে বেড়াচ্ছে, এমন সময়ে ১৮ হাজার এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি নিয়ে হাজির এনার্জাইজার। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে-এ বাজারে আসলো হল ১৮ হাজার এমএএইচ ব্যাটারির এনার্জাইজার ম্যাক্স পি১৮কে পপ স্মার্টফোন।

ফোল্ডাবেল স্মার্টফোনের দৌলতে ইতিমধ্যেই চমক দিয়েছিল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। তবে সবচেয়ে বেশি নজর কাড়ল ১৮ হাজার এমএএইচ ব্যাটারির নতুন স্মার্টফোন।

ফরাসি কম্পানি এনার্জাইজার এর তরফে দাবি করা হয়েছে, একবার চার্জ দিলে গোটা সপ্তাহ দৌড়াবে এই স্মার্টফোন। একনাগাড়ে ৪৮ ঘণ্টা ভিডিয়ো স্ট্রিম করা যাবে এনার্জাইজার ম্যাক্স পি১৮কে পপ স্মার্টফোনে।

১৮ হাজার এমএএইচ ব্যাটারি ছাড়াও এই স্মার্টফোনে থাকছে ৬.২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, সেলফির জন্য় পপ-আপ ডুয়াল ক্যামেরা। তিনটি রিয়ার ক্যামেরা। এবং অ্যান্ড্রয়েডের আপডেটেড ৯ পাই সংস্করণ। এতে থাকছে ৬জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

একবার চার্জ দিলে এক সপ্তাহ নিশ্চিন্তে থাকা গেলেও, ফুল চার্জে মোট ৮ ঘণ্টা লাগবে বলেও জানিয়েছে সংস্থা। চলতি বছরেই বাজারে আসবে স্মার্টফোনটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.