জন্মদিনে সানির মন খারাপ

sunny-leoneকরণজিৎ কৌর ভোরা তার মূল নাম। অন্য অনেক তারকার মতো তিনি নাম পরিবর্তন করেছেন। নতুন নামটি সার্চ ইঞ্জিনে খোঁজা শীর্ষ কি ওয়ার্ডগুলোর একটি। করণজিৎ হলেন সানি লিওন নামে পরিচিত বলিউড তারকা। বুধবার ৩৪তম জন্মদিন।

আনন্দবাজার পত্রিকা জানায়, ‘বার্থডে গার্ল’ সানির মন খুব খারাপ। কারণ সঙ্গে নেই স্বামী ড্যানিয়ল ওয়েবর। পেশাগত কারণে তারা দু’জন দুই জায়গায়। এ ছাড়া মনে পড়ছে মা-বাবার কথা।

তবে স্ত্রীকে খুশি রাখতে ড্যানিয়েলের চেষ্টার কমতি নেই। সোমবার রাতেই ‘সারপ্রাইজ ডিনার’ দিয়ে সানির জন্মদিন পালন করেন। শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে সেই ছবিও পোস্ট করেছেন তিনি। তাই দেখে সানির স্বীকারোক্তি, ‘ছোটবেলার কথা মনে করিয়ে দিল ড্যানিয়ল। মা-বাবার কথা মনে করে চোখ ভিজে গেল।’

২০১০ সালে নিউইয়র্কের ‘ম্যাক্সিম’ ম্যাগাজিনের বিচারে বছরের সেরা ১২ ‘পর্নো স্টার’-এর তালিকায় ছিল সানির নাম। ২০১২ সালে বলিউডে পা রাখেন পূজা ভাট পরিচালিত ‘জিসম ২’ ছবিতে পর্নো স্টার ‘ইজনা’র ভূমিকায়। এরপর ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস ২’, ‘এক পেহেলি লীলা’র মতো আলোচিত চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নেন। ২০১৪ সালের ‘মোস্ট ডিজায়রেবল উইমেন’ খেতাবও আছে তার ঝুলিতে।

সানির কমেডি ছবি ‘কুচ কুচ লোচা হ্যায়’ মুক্তি পেয়েছে শুক্রবার। রাম কাপুরে সঙ্গে সানির যুগলবন্দী সিনেমাটি বক্স অফিসে ভাল করেনি। আপাতত দিন গুনছেন ‘মস্তিজাদে’র অপেক্ষায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.