প্রশিক্ষক বৈমানিককেও বাঁচানো গেল না

BNঢাকা: রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্তের ঘটনায় আহত প্রশিক্ষক ক্যাপ্টেন কামাল সাঈদও মারা গেছেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১২ মে) দিনগত রাত পৌনে দুইটার দিকে মারা যান তিনি।

এর আগে ওই দুর্ঘটনায় প্লেনের প্রশিক্ষাণার্থী তামান্না রহমানের মৃত্যু হয়।

বাংলাদেশ ফ্লাইট অ্যাকাডেমির সাবেক সভাপতি ক্যাপ্টেন শাহাব উদ্দিন- কামাল সাঈদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ এপ্রিল রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়েতে একটি প্রশিক্ষণ উড়োজাহাজে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন এর প্রশিক্ষাণার্থী তামান্না।

আর দুর্ঘটনা কবলিত উড়োজাহাজ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন প্রশিক্ষক ক্যাপ্টেন কামাল সাঈদ।

পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন, দুর্ঘটনায় প্রশিক্ষক কামাল সাঈদের শরীরের ৫০ শতাংশেরও বেশি অংশ পুড়ে যায়।

পরে তাদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঘটনার একদিন পরই তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। ভর্তি করা হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

সেখানে প্রায় দেড় মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাবেক এই সেনা কর্মকর্তা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.