এভিয়েশন নিউজ: লাওসে বিমান দুর্ঘটনায় দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দৌয়াংচাই ফিচিতসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে ৫০০ কিলোমিটার দূরে জিয়ানখং রাজ্যের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসি এ সংবাদ জানিয়েছে।
বিমানটি ভিয়েনতিয়েন থেকে যাত্রা করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমে জানানো হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, এ ঘটনায় উপপ্রধানমন্ত্রী ও তার স্ত্রী নিহত হয়েছেন। রাজধানী ভিয়েনতিয়েনের গভর্নরসহ ২০ জনের বেশি কর্মকর্তা বিমানে ছিলেন বলে জানানো হয়েছে।
দুর্ঘটনায় পতিত বিমানটি লাওস এয়ারফোর্সের চালিত অ্যান্টনভ এএন-৭৪টিকে-৩০০ বিমান বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেপিএল।
শনিবার বিবিসির খবরে বলা হয়, মন্ত্রী রাষ্ট্রীয় কাজে বিমান বাহিনীর একটি উড়োজাহাজে চড়ে শিয়াংকুয়াং রাজ্যে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েন। এ সময় তার স্ত্রী ছাড়াও আরো ২০ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বিমানটিতে ছিলেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এনিয়ে পরিস্কার কিছু বলেননি। তবে লাওসের প্রতিবেশী দেশ থাইল্যান্ডের গণমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় মন্ত্রী ও তার স্ত্রী মারা গেছেন। তিন, চারজন যাত্রী বেঁচে থাকতে পারেন।
রাজধানী ভিয়েনতিনা থেকে প্রায় পাঁচশ’ কিলোমিটার দূরে রাজ্যটির অবস্থান। সরকারি কর্মকর্তারা রাষ্ট্রীয় কাজে সেখানে যাচ্ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেপিএল-র খবরে বলা হয়, বিমান বাহিনীর এক পাইলট এনটোনভ এএন-৭৪-৩০০ বিমানটি চালাচ্ছিলেন। গত বছর অক্টোবরেও খারাপ আহ্বাওয়ার কারণে লওসের একটি যাত্রীবাহী বিমান ম্যাকং নদীতে পড়ে গিয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছিল।