হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ কাজী লিটন নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিজি-০৮৬ নম্বর ফ্লাইটের বিদেশগামী যাত্রী তিনি। মাদারীপুরে তার গ্রামের বাড়ি। গতকাল রাত ৮টার দিকে বিমানবন্দরের বহির্গমন গেটে লাগেজ তল্লাশিকালে লিটনের লাগেজের পাইপে বস্তুসদৃশ নমুনা ধরা পড়ে। পরে ওই পাইপ খুলে তা থেকে প্রায় ২০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।