কক্সবাজারে হজ এজেন্সি মালিকের বিরুদ্ধে মামলা

dsসৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালনে প্রতারণার অভিযোগে একটি হজ্ব এজেন্সির মালিকের বিরুদ্ধে কক্সবাজারে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। মামলা করা হয়েছে ওই হজ্ব এজেন্সির মালিক রামু উপজেলার রাজারকুল সিকদার পাড়ার বাসিন্দা নুরুল হক সিকদারের বিরুদ্ধে। কক্সবাজারের সিনিয়র ষ্পেশাল জজ আদালতের বিচারক মোঃ সাদিকুল ইসলাম তালুকদারের আদালতে আজ বুধবার এই অভিযোগটি (বিশেষ দরখাস্ত নম্বর-৩৪/২০১৫) দায়ের করা হলে বিজ্ঞ বিচারক তা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রেরণ করেন।
আদালত সুত্রে জানা গেছে, কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আবদুর রহিম চৌধুরী রাজধানী ঢাকার নজরুল ইসলাম স্মরণীর মাহতাব সেন্টারের লিবার্টি ট্রাভেলসের (হজ্ব লাইসেন্স নম্বর-২৫৫) মালিক রামু উপজেলার রাজারকুলের বাসিন্দা নুরুল হক সিকদারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র ওমরাহ এবং মদিনায় মহানবী (সাঃ) এর পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য নিরাপদে আসা-যাওয়া ও থাকা-খাওয়ার যাবতীয় ব্যবস্থা করে দেওয়ার কথা উক্ত ট্রাভেলস মালিকের। বাদী ও তাঁর স্ত্রীর নিকট থেকে এ বাবদ ট্রাভেলস মালিক নুরুল হক সিকদার এক লাখ ৯০ হাজার টাকা গ্রহণ করেন। গত ২০ এপ্রিল ট্রাভেলস মালিক ইউনাইটেড বিমানে ঢাকা থেকে জেদ্দায় স্বামী-স্ত্রীকে নিয়ে গেলেও সেখানে থাকা-খাওয়া এবং পুনরায় ঢাকায় ফেরত আসার জন্য আর কোন ব্যবস্থা গ্রহন না করে প্রতারণার আশ্রয় নিয়ে টাকা আত্মসাৎ করেন। অভিযোগকারী আবদুর রহিম চৌধুরী ও তার স্ত্রী শেষাবধি সৌদি আরবে আত্নীয় স্বজনের শরনাপন্ন হয়ে থাকা-খাওয়া ও ঢাকায় ফিরে আসার জন্য ধার-কর্জ করে ব্যবস্থা করেন। আবদুর রহিম চৌধুরী এ ব্যাপারে ট্রাভেলস মালিক নুরুল হক সিকদার এবং ইউনাইটেড বিমানের দুর্নীতি,বিশ্বাসভঙ্গ ও প্রতারণা মূলক আত্মসাতের বিরুদ্ধে ঢাকায় দুদকে অভিযোগ দায়ের করতে গেলে তাকে আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়।
এ ব্যাপারে মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া জানান, দুদককে এ ব্যাপারে তদন্তের নির্দেশনা দিয়েছেন আদালত।
এ ব্যাপারে ট্রাভেলস মালিক নুরুল হক সিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আবদুর রহিম চৌধুরী ও তার স্ত্রীকে যেসব সুযোগ-সুবিধা দেওয়ার কথা তার বেশ দেওয়া হয়েছে। তবে জেদ্দা থেকে ইউনাইটেড বিমানের টিকেট না দেওয়ার কথা তিনি স্বীকার করেন এবং এ বাবদ টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.