পুঁজিবাজার বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল ঢাকা স্টক এক্সচেঞ্জ

dse_80429ঢাকা : পুঁজিবাজার বিষয়ের ওপর সাংবাদিকদের দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। “ক্যাপিটাল মার্কেট রিলেটেড ইস্যু” শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)।

বুধবার প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক(এমডি) অধ্যাপক ড. স্বপন কুমার বালা। কর্মশালায় পুঁজিবাজার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এর সদস্যরা অংশগ্রহণ করে।

পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ের ওপর সাংবাদিকদের প্রয়োজনীয় ধারণা ও রেগুলেটর বডির কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধারা হয় এই কর্মশালায়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারি সাংবাদিকদের মাঝে সনদ প্রদান করা হয়।

সমাপনি অনুষ্ঠানে ড. স্বপন কুমার বালা বলেন, পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারিদের আস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধি করতে ডিএসই কাজ করে যাচ্ছে। এজন্য বেশ কিছু বিষয়ের ওপর নতুন করে নীতিমালা তৈরি ও নতুন নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। তারপরও, একজন বিনিয়োগকারিকে কোন কোম্পানির শেয়ার ক্রয়ের আগে কোম্পানিটির মৌলভিত্তি আরও ভাল করে দেখতে হবে। কারও ‘কান কথায়’ শেয়ার ক্রয় করলেই ক্ষতির সম্ভাবনা বেশি থাকে বলেও উল্লেখ করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.