ওষুধ কোম্পানির বিরুদ্ধে কারিনার মামলা

418691বলিউড তারকারা প্রায় সময়ই বিভিন্ন ব্র্যান্ডের জিনিসের প্রতিনিধি হিসেবে কাজ করেন। সে সব ব্র্যান্ডের কর্তৃপক্ষ তারকাদের মাধ্যমে দর্শকদের উদ্বুদ্ধ করেন তাদের প্রোডাক্ট কেনার জন্য। সমপ্রতি তেমনি একটি ওষুধ কোম্পানি তাদের একটি পণ্য ব্যবহারের জন্য দর্শকদের উদ্বুদ্ধ করেন। তারা একটি ওয়েবসাইটের প্রতিবেদনের মাধ্যমে দাবি করেন, তাদের পণ্যটি ব্যবহার করে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান প্রায় ১৩ কেজি ওজন কমিয়েছেন। কিন্তু ব্যাপারটি মোটেও সত্যি নয় এবং কারিনা সেই মেডিকেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার চিন্তা করছেন বলে জানিয়েছেন কারিনার একজন মুখপাত্র। এ অভিনেত্রী ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন বলে জানিয়েছেন তিনি। ওই মুখপাত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কারিনা যখনই ওষুধ সেবনের মাধ্যমে তার ওজন কমানোর প্রতিবেদনটি দেখেছেন, তিনি খুবই হতাশ হয়েছেন। সেই ওষুধ কোম্পানি এবং যে ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর জন্য আইনজীবীদের সঙ্গে কথাও বলেছেন তিনি। মেডিকেল কোম্পানিটির বিরুদ্ধে ২০ কোটি রুপির মামলা দায়েরের চিন্তা করছেন কারিনা।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.