প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, “বর্তমানে ৭৮ লাখ ৭০ হাজার ১২৯ জন শিক্ষার্থীর পরিবারকে উপবৃত্তি কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।”
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তিবিষয়ক কর্মশালার উদ্বোধনী আনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, “উপবৃত্তি কর্মসূচি চালু হওয়ার পর থেকে ভর্তির হার বেড়েছে। বর্তমানে দেশের শতভাগ দরিদ্র পরিবারের সন্তান উপবৃত্তি পাচ্ছে।”
মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিপি আরসি এর নির্বাহী চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম।